নিজস্ব প্রতিবেদক : রেকর্ড দামের পর দেশের বাজারে সোনার দাম কিছুটা কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ১,৮৯০ টাকা, যার ফলে এখন নতুন দর হয়েছে ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিংকমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয়। এর আগে ২৪ সেপ্টেম্বর সোনার দাম বাড়ানো হয়েছিল, যার সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা। চার দিনের মধ্যেই দাম কমানো হলো। ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য ক্যারেটের সোনার দামেও...