আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সহযোগিতায় ঝিনাইদহ শহরে রবিবার সকাল ১০ ঘটিকায় পুরাতন ডিসি কোর্ট প্রাঙ্গন থেকে এক র্যালি শুরু হয়ে শহর প্রদক্ষিন করে। র্যালী শেষে ঝিনাইদহ পোস্ট অফিস মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ বছরের প্রতিপাদ্য ছিলো ডিজিটাল যুগে পরিবেশ সংক্রান্ত তথ্য অভিগম্যতা নিশ্চিতকরণ। সভাপতিত্ব করেন (টিআইবি) এম সাইফুল মাবুদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন নাসরিন ইসলাম, উপাধ্যক্ষ এন এম শাহজালাল। মানপত্র পাঠ করেন মেহরাব হোসেন। তথ্য জানার অধিকার আইন ২০০৯ অনুযায়ী, দেশের সকল নাগরিক রাষ্ট্রীয় ও সরকারি তথ্য চাওয়ার অধিকার রাখে। “তথ্য জানার অধিকার শুধু মৌলিক অধিকার নয়, এটি সুশাসনের পূর্বশর্ত। ডিজিটাল প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিতের...