ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করতে যা যা প্রস্তুতি নেওয়া প্রয়োজন, সেগুলোর অনেক কিছুই ‘এগিয়ে নেওয়া হয়েছে’ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সেই কাজের তালিকায় নয়টি আইন সংশোধনও করা হয়েছে বলেও জানিয়েছেন সিইসি। নির্বাচন সামনে রেখে রোববার প্রথমবারের মত অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপে বসেছে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংলাপে শুভেচ্ছা বক্তব্যে কথা বলছিলেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংলাপে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত রয়েছেন। নাসির উদ্দিন বলেন, "আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে অনেক কাজ সম্পন্ন করেছি। তারমধ্যে বিশাল একটা ভোটার তালিকা তা বাড়ি বাড়ি গিয়ে শেষ করেছি। নারী ভোটার ব্যবধান...