ঢাকা: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম-সাফাভি দাবি করেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধে ইসরায়েলের অন্তত ১৬ জন পাইলট নিহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) ইরানের বার্তাসংস্থা মেহের নিউজ তার এ বক্তব্য প্রকাশ করে।সাফাভি আরও জানান, যুদ্ধের প্রথম দুই-তিন দিন ইরানের আকাশ প্রতিরক্ষা ও গোয়েন্দা ব্যবস্থায় কিছু দুর্বলতা দেখা দিয়েছিল। তবে পরবর্তীতে ইরান ঘুরে দাঁড়াতে সক্ষম হয় এবং যুদ্ধের শেষ দিকে ইসরায়েলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।তার দাবি, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মূল্যায়ন অনুযায়ী, এ যুদ্ধে ইরান জয়লাভ করেছে। তিনি বলেন, “যুদ্ধের প্রথম দুই-তিন দিন আমাদের কিছু দুর্বলতা ছিল। কিন্তু চতুর্থ দিন থেকে পরিস্থিতির ভারসাম্য বদলে যায় এবং শেষ দিনগুলোতে ইরানই আধিপত্য বজায় রাখে।”তিনি আরও বলেছেন, ইসরায়েল চেয়েছিল ইরানকে অস্থিতিশীল করে তুলতে। এছাড়া তাদের সামরিক...