২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ পিএম জোয়ারের পানিতে বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের কৈগর্দ্দাশকাটি চর এলাকার ৪৫ টি বসত বাড়ি প্লাবিত হওয়ায় পানি বন্দি হয়ে পড়েছেন ঐ এলাকার শত-শত মানুষ। প্রতিদিন দিনে ও রাতে দুইবার প্লাবিত হয়ে বাড়িঘর তলিয়ে যাওয়ায় জনদূর্ভোগে পড়েছেন সেখানকার বাসিন্দারা। মানবেতর জীবনযাপন করছেন তারা। জানাযায়, উপজেলার দূর্গম চরাঞ্চল কৈগর্দাসকাটি এলাকায় প্রায় ৬/৭ শতাধিক পরিবারের সদস্যরা বসবাস করে আসছেন। এর মধ্যে প্রায় ৫০ টি পরিবারের বাড়িঘরের বাইরে নিরাপত্তা বেষ্টনী বা বেড়িবাঁধ না থাকায় অমাবস্যা ও পূর্ণিমার গোনের সময় অতিরিক্ত জোয়ারে বাড়িঘর তলিয়ে যাচ্ছে। এতে ধান চাষ, মাছ চাষ, গবাদিপশু পালন, রান্না করা ও বসবাস করা দূর্বিসহ হয়ে পড়েছে। শিশুদের লেখাপড়া ও স্কুলে যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। রান্না করার চুলা পানিতে তলিয়ে...