২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ পিএম ভারতের তামিলনাড়ুর কারুতে সমাবেশে পদদলিত হয়ে এ পর্যন্ত ৪৯ জনের নিহত ও বহু হতাহতের ঘটনায় তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) তামিলনাড়ু সরকারের সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, কারুরে সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জন নিহত ও ১০০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনায় জনক্ষোভের আশঙ্কায় চেন্নাইয়ে অভিনেতা-রাজনীতিবিদ থালাপতি বিজয়ের বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ৫১ বছর বয়সি অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি আগামী বছর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। শনিবার রাতের সমাবেশে প্রাণহানির ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। সূত্র জানিয়েছে, ক্ষোভ থেকে থালাপতির বাড়িতে হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সমাবেশ পালনে শর্ত লঙ্ঘনের ঘটনায় থালাপতির...