অবরোধকে কেন্দ্র করে গতকাল খাগড়াছড়িতে সহিংসতার পর পরিস্থিতি এখনো থমথমে। আতংকে সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। শনিবার সড়ক অবরোধ চলাকালে দুই পক্ষের সংঘর্ষে ২৩ জন আহত হন; তাদের মধ্যে ২১ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে, দুইজন খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রাত সাড়ে ১১টার দিকে সাজেক থেকে প্রায় ২ হাজার ২০০ পর্যটককে নিরাপত্তা বাহিনীর পাহারায় খাগড়াছড়িতে নিয়ে আসা হয়েছে। জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, শনিবার দুপুরের পর উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উত্তেজিতদের সরাতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। নিরাপত্তা বাহিনী নতুন করে সহিংসতা এড়াতে তৎপর রয়েছে। খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন মো. ছাবের ও বিজিবি সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল দুপুরে...