সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের দক্ষতা বৃদ্ধি করতে রাজধানীর গুলশানে শনিবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো বিশেষ কর্মশালা ‘এআই ইন জার্নালিজম’। বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) ও বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন) ট্রাস্টের যৌথ উদ্যোগে এই কর্মশালায় বিআইজেএফ-এর সদস্যরা অংশ নেন। ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকতায় এআই-এর ব্যবহারিক দিক তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন। কর্মশালায় চ্যাটজিপিটি, গুগল জেমিনি ও গুগল এআই স্টুডিওয়ের মতো আধুনিক টুল ব্যবহার করে দ্রুত ও নির্ভুল সংবাদ তৈরি, তথ্য যাচাই এবং নতুন আইডিয়া জেনারেট করার কৌশল শেখানো হয়। বিআইজেএফ সভাপতি হিটলার এ. হালিম বলেন, ‘সাংবাদিকদের জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী। এআই-ভিত্তিক টুলগুলো সাংবাদিকতার ভবিষ্যৎকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। আমরা এসব প্রশিক্ষণ থেকে শুধু...