ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ঢাক-ঢোল, কাসর ঘণ্টা, উলুধ্বনি আর শঙ্খনাদের সঙ্গে শুরু হলো বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব—শারদীয় দুর্গাপূজা। রোববার সকাল ৯টা ১০ মিনিটে বেলগাছের নিচে ঘট স্থাপন করে ষোড়শ উপাচারে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। তার আগেই সকাল ভোর থেকে মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছিল পূজার প্রস্তুতি। দেবীর আসনের সাজ, ফুল, ফল, ধূপ-ধুনো, কলাগাছ—সবকিছু যেন ধীরে ধীরে তৈরি হচ্ছিল দেবী আগমনের জন্য। সকালের অঞ্জলিতে অংশ নিয়ে ভক্তরা দেবীর চরণে পুষ্প ও অর্ঘ্য নিবেদন করেন। প্রার্থনা করেন দেশ ও পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনার জন্য। পুরোহিত প্রণব চক্রবর্তী জানান, ষষ্ঠীতে ‘কল্পারম্ভ’-এর মধ্য দিয়ে পূজার প্রতিশ্রুতি দেওয়া হয়। তিনি বলেন, ‘দেবী যেন সন্তুষ্ট হন—এই কামনায় আজ আমরা তাঁর পূজা শুরু করেছি।’ এই পূজার মধ্য দিয়ে শুধু দেবীর আরাধনা নয়, শুরু হলো...