লিওনেল মেসিতে ভর করেই মেজর লিগ সকারে (এমএলএস) জয় পেয়ে আসছিল ইন্টার মায়ামি। আর্জেন্টাইন এই তারকা গোল ও অ্যাসিস্টেই টানা তিন ম্যাচে জয়ের ধারা ধরে রেখেছিল মায়ামি। কিন্তু টরন্টো এফসির বিপক্ষে মেসির গোল না পাওয়াতে থেমে গেছে মায়ামির জয়ের ধারা। এমএলএসের ম্যাচে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে টরন্টো এফসির সঙ্গে ১–১ গোলে ড্র করেছে মায়ামি। ঘরের মাঠে মেসিদের আটকে দেওয়ার পেছনে মূল ভূমিকা রাখেন টরন্টো পোস্টে দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকা গোলরক্ষক শন জনসন। ম্যাচজুড়ে ৬২ শতাংশ বলের দখল রেখে ৯টি শট নিয়েছিল মায়ামি, যেখান থেকে লক্ষ্যে ছিল ৬টি। দুর্দান্তভাবে সেভ দিয়ে যার ৫টি ঠেকিয়ে দিয়েছেন জনসন, যেখানে ৪টিই ছিল মেসির শট। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে মায়ামির একমাত্র গোল করেন তাদেও আলেন্দে। জর্দি আলবার ক্রসে হেড দিয়ে বল...