নেপালে গণঅভ্যুত্থান ও সরকারের পতনের পর তরুণ নেতারা এবার ভোটের ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছেন। জেনারেশন-জেড (জেন-জি) তরুণদের আন্দোলনের প্রভাবশালী মুখ সুদান গুরুং ঘোষণা করেছেন, তিনি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং কেপি শর্মা অলির নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।শনিবার (২৭ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত কয়েক সপ্তাহে বিক্ষোভের ফলস্বরূপ ক্ষমতাচ্যুত হয় নেপালের কেপি অলি সরকার। অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে দায়িত্ব নেন সাবেক বিচারপতি সুশীলা কার্কি। ক্ষমতা গ্রহণের পর তিনি ঘোষণা দিয়েছেন, আগামী বছরের মার্চে দেশজুড়ে জাতীয় নির্বাচন হবে। এ প্রেক্ষাপটে গুরুং দলীয় বা জোটগত বুননে নির্বাচন লড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং ক্ষমতাচ্যুতদের দ্রুত বিচার সম্পন্ন এবং নির্বাচন থেকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন।গুরুং এক সাক্ষাৎকারে বলেছেন, তার দল এখন শুধু একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের বিকল্প হবে না—বরং এটি হবে ‘পরিবর্তনের আন্দোলন’।...