জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ভাষণে পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ হিসেবে উল্লেখ করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রোববার (২৭ সেপ্টেম্বর) দেওয়া এ বক্তব্যে পাকিস্তানের তীব্র সমালোচনা করেছেন তিনি। খবর এনডিটিভির। অধিবেশনে জয়শঙ্কর বলেন, বড় আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মূল একটি দেশ রয়েছে। যখন কোনো দেশ সন্ত্রাসবাদের সরকারি নীতি গ্রহণ করে, যখন সন্ত্রাসবাদের হাব বিশালভাবে কার্যকর হয় এবং সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া হয়, তখন এই ধরনের কাজকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাতে হবে। ভারতের কাছে সন্ত্রাসী হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে দিয়ে তিনি বলেন, ভারত স্বাধীনতার পর থেকে সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। গত কয়েক দশক ধরে ভারতে যেসব সন্ত্রাসী হামলা হয়েছে, সেগুলোর জন্য পাকিস্তান দায়ী। অপারেশন সিঁদুরের প্রসঙ্গে জয়শঙ্কর উল্লেখ করেন, ভারত তার জনগণকে রক্ষায় আত্মরক্ষার ব্যবহার করেছে এবং যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে, তাদের বিচার নিশ্চিত করেছে।...