ইরানের ধর্মীয় শাসকেরা ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে অন্যতম সবচেয়ে গুরুতর সংকটে পড়েছে। দেশের ভেতরে বাড়তে থাকা অসন্তোষ এবং স্থবির পারমাণবিক চুক্তির কারণে দেশটি আরও বেশি বিচ্ছিন্ন ও বিভক্ত হয়ে পড়েছে। জাতিসংঘ শনিবার (২৭ সেপ্টেম্বর) ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে। কারণ তেহরান ও ইউরোপীয় শক্তি- ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মধ্যে শেষ মুহূর্তের আলোচনাও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দশকের পর দশক ধরে চলা অচলাবস্থার সর্বশেষ অধ্যায় সমাধান করতে ব্যর্থ হয়েছে। পশ্চিমাদের সঙ্গে আলোচনায় অগ্রগতি না হওয়ার পর, ইরানের চারজন কর্মকর্তা ও দুইজন অভ্যন্তরীণ সূত্র ভবিষ্যদ্বাণী করেছেন, ইরানের অর্থনৈতিক বিচ্ছিন্নতা আরও তীব্র হবে এবং তা জনরোষকে উসকে দেবে। তারা আরও বলেছেন, পশ্চিমাদের দাবিতে রাজি হলে শাসকগোষ্ঠী ভেঙে পড়তে পারে এবং ইসলামি প্রজাতন্ত্রের সেই বিপ্লবী বিশ্বাস-পশ্চিমা চাপের কাছে নতি স্বীকার না করা;...