চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাকে বিভক্ত করে ভূজপুর থানা এলাকা নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন একটি উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) আসন্ন বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্রের তথ্য অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের প্রস্তুতিমূলক বৈঠকে নতুন উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি শনিবার (২৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রকাশিত হয়। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অক্টোবরের প্রথম সপ্তাহে নিকারের বৈঠকে প্রস্তাবটি চূড়ান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০০৭ সালের ২১ জুলাই ফটিকছড়ি উপজেলার ২১ ইউনিয়নের মধ্যে উত্তরের বাগানাবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভূজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল—এই ছয়...