চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় গৃহবধূ শাহনাজ বেগমকে (৩৮) কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নারী নাসিমা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম। ওসি জানান, দগ্ধ গৃহবধূ শাহনাজ বেগমের মা হাজেরা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত নারী নাসিমা বেগম ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করেন। শনিবার রাতেই গ্রেপ্তার করা নারীকে চাঁদপুর আদালতে পাঠানো হয়। এর আগে গত শুক্রবার রাতে ফরিদগঞ্জ উপজেলার ৭ নম্বর পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাধিক গ্রামে শাহনাজ বেগমকে একা পেয়ে শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় নাসিমা বেগম...