সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ মজুমদারের ছোট ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে গুলশান ১ নম্বর পুলিশ প্লাজার কাছে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন গুলশান থানার ওসি হাফিজুর রহমান। ওসি জানান, শাহেদের বিরুদ্ধে মিরপুর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি হত্যা মামলা রয়েছে। এছাড়া গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া আরেকটি মামলারও আসামি তিনি। উল্লেখ্য, ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে গত বছরের ১৯ অক্টোবর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ মজুমদারের ছোট...