ইসলামী হিজরি সনের চতুর্থ মাস রবিউস সানি। অনেকে একে আবার রবিউল আখির বলেও উল্লেখ করেন। ‘রবিউস সানি’ শব্দের অর্থ ‘দ্বিতীয় বসন্ত’। যদিও এই নাম প্রাক-ইসলামিক যুগ থেকে ব্যবহৃত হয়ে আসছে। আল্লাহতায়ালা সময় ও মাসের গুরুত্ব প্রসঙ্গে বলেন সূর্য ও চন্দ্র হিসাবের জন্য নির্ধারিত।’ (সূরা আর-রহমান,আয়াত: ৫) যদিও কোরআন ও সহিহ হাদিসে এই মাসের নির্দিষ্ট কোনো ফজিলতের কথা সুস্পষ্টভাবে উল্লেখ নেই। রবিউস সানি মাসটি ইসলামী আধ্যাত্মিক পরিমণ্ডলে একটি মর্যাদাপূর্ণ সময় হিসেবে বিবেচনা করা হয়। কারণ এই মাসে অনেক আল্লাহওয়ালা ব্যক্তির জন্ম ও ওফাত হয়েছে। তাদের জীবনের আদর্শ ও আত্মত্যাগ মুসলমানদের জন্য আজও অনুপ্রেরণার উৎস হয়ে আছে। এই মাসে উল্লেখযোগ্য হচ্ছে আধ্যাত্মিক ঘটনা হলো হযরত গাউসুল আজম আবদুল কাদের জিলানির (র.) ওফাত দিবস। তিনি ছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম প্রভাবশালী আউলিয়া। তার শিক্ষা,...