ভারতের তামিলনাডুর কারুর জেলায় অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপাতির সমাবেশে ভয়াবহ পদদলনের ঘটনায় শিশুসহ অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি মানুষ। শনিবার রাতের এই ঘটনায় নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুরা রয়েছেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিন। প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশে প্রচুর মানুষ জড়ো হলে হঠাৎ ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে বহু মানুষ জ্ঞান হারিয়ে পড়ে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পদদলনের ঘটনা ঘটে। বিজয় মাঝপথে তার বক্তব্য থামিয়ে ভিড়কে শান্ত করার চেষ্টা করেন এবং অসুস্থদের সহায়তা করার জন্য ভিড়ের দিকে পানি ছুড়ে দেন। তবে ভিড়ের কারণে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাতেও বেগ পায়। রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলে অন্তত ৩০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। বিজয়ের গাড়িবহরের দেরির কারণে দীর্ঘ সময় অপেক্ষা করায় জনতা অস্থির হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী...