২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৬ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ পিএম যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) বর্ণবাদবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের সামনে হাঁটু গেঁড়ে বসার কারণে অন্তত ২০ জন এজেন্টকে বরখাস্ত করেছে। এ সিদ্ধান্ত সংস্থার পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে নেওয়া হয়েছে। ২০২০ সালের মে মাসে ওয়াশিংটন ডিসিতে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সময় বিক্ষোভকারীদের শান্ত করার উদ্দেশ্যে কয়েকজন এফবিআই এজেন্ট হাঁটু গেঁড়ে বসেন। দীর্ঘ বিতর্কের পর সম্প্রতি এজেন্টদের চাকরিচ্যুত করা হয়েছে। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্থার শৃঙ্খলা ও ‘বিচক্ষণতার অভাব’কে লক্ষ্য করে। উল্লেখ্য, ২০২০ সালের ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে জর্জ ফ্লয়েড হত্যার ঘটনা বিশ্বজুড়ে বর্ণবাদের প্রতিবাদে আন্দোলন ছড়িয়ে দেয়। ফ্লয়েডকে হত্যার সময় পুলিশের হাঁটু গেঁড়ে বসার ঘটনা আন্দোলনকে আরও তীব্র করে। এ সময়ও কিছু এফবিআই এজেন্ট ওই আন্দোলনে অংশগ্রহণকারীদের...