২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ পিএম সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে বিজিবির বাড়তি সদস্য মোতায়েনসহ মণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে টহল জোরদার করা হয়েছে। বিজিবির সূত্র থেকে জানা যায়, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল পরিচালনা করছেন ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ও ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়ন। সীমান্ত এলাকায় চলাচলরতদের ওপর সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। সেই সঙ্গে সীমান্ত এলাকায় নির্বিঘ্নে পূজা উদযাপনে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা টহলের পাশাপাশি মন্দিরগুলো পরিদর্শন করছেন। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছেন তারা। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকার ৫৩ বিজিবির আওতাধীন ১৯টি ও ৫৯...