নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিখাতের বাণিজ্যিক ব্যাংকটি হেড অব এসএমই বিজনেস পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানা সুযোগ-সুবিধা পাবেন। আবেদনের শেষ তারিখ ১১ অক্টোবর পর্যন্ত।প্রতিষ্ঠানের নাম : ওয়ান ব্যাংক পিএলসিপদের নাম :হেড অব এসএমই বিজনেস (এসভিপি-এসইভিপি)পদসংখ্যা :০১টিআরএফএল গ্রুপে চাকরির সুযোগ, রয়েছে নানা সুবিধাশিক্ষাগত যোগ্যতা :যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিঅন্যান্য যোগ্যতা :বাণিজ্যিক ব্যাংকিং, বাণিজ্য পরিষেবা, স্থানীয় নিয়মকানুন এবং এসএমই ব্যাংকিং শিল্পের সাথে যোগাযোগ সম্পর্কে ভালো জ্ঞান। এমএস অফিস, যেমন, ওয়ার্ড, এক্সেল, আউটলুক, পাওয়ারপয়েন্ট ইত্যাদি সম্পর্কে জ্ঞান এবং অনুশীলন থাকতে হবে।অভিজ্ঞতা :১০ থেকে ১২ বছরচাকরির ধরন :ফুলটাইমকর্মক্ষেত্র :অফিসেপ্রার্থীর ধরন :নারী-পুরুষ (উভয়)বয়সসীমা :৪০ থেকে ৫৫ বছরকর্মস্থল :ঢাকাবেতন :আলোচনাসাপেক্ষেঅন্যান্য সুবিধা :ব্যাংকের নীতিমালা অনুযায়ীআবেদন যেভাবে :আগ্রহী প্রার্থীরা আবেদন করতে...