ভিক্ষাবৃত্তি ও চাঁদাবাজি বাদ দিয়ে উদ্যেক্তা হয়েছেন তৃতীয় লিঙ্গের শিলা। মাত্র সাত হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনে ভাড়া করা জায়গায় শুরু করেন খামার। এখন তার খামারে ৫৫টি ছাগলসহ হাঁস-মুরগি রয়েছে। পশুপালন করে নিজের বাকি জীবন অতিবাহিত করতে চান তিনি। শিলা জানান, ইতোমধ্যে ১ লাখ ৮০ হাজার টাকার ছাগল বিক্রি করেছেন। সরকারি খাস জমি বরাদ্দ ও সহায়তা পেলে তিনি আরো বড় খামার করার চেষ্টা করবেন।আরো পড়ুন:গরুর সাহায্যে চলাফেরা করেন অন্ধ কাজেম আলীরুবেল দেখিয়েছেন সাফল্য শুধু চাকরিতে নয়, ঘাস থেকেও পাওয়া যায় রুবেল দেখিয়েছেন সাফল্য শুধু চাকরিতে নয়, ঘাস থেকেও পাওয়া যায় শিলা গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর গ্রামের কফিলউদ্দিনের মেয়ে। গাজীপুরের ভোগড়া বাইপাস মোড়ে দুইটি কক্ষ পাঁচ হাজার ও সামনে দেড় শতাংশ জায়গা এক হাজার টাকায় ভাড়া নিয়ে কাজ শুরু করেন...