এশিয়া কাপ ফাইনালে আজ রবিবার ভারতের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। তিনি বিশ্বাস করেন, পাকিস্তান দল সেরা পারফরম্যান্সটা তারা ধরে রেখেছে ফাইনালের জন্য। দুবাইয়ে আগের দুই সাক্ষাতে বড় ব্যবধানে হারের পরও ফাইনালে ঘুরে দাঁড়ানোর আশায় সালমান। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘পাকিস্তান-ভারত ম্যাচ মানেই বাড়তি চাপ। যদি বলি চাপ নেই, সেটা ভুল হবে। দুই দলই সমান চাপ নিয়ে খেলবে। আমরা তাদের চেয়ে বেশি ভুল করেছি বলেই জিততে পারিনি। যদি কম ভুল করি, আমরা জিতবো। ইনশাআল্লাহ, কাল আমাদের জয় দেখতে পাবেন।’ এরপরেই নিজেদের সেরাটা দেওয়ার কথা বলেন তিনি, ‘আমাদের চেষ্টা থাকবে নিজেদের সেরা ক্রিকেটটা খেলা। আমরা ভালো করেই জানি, যদি সেরা ক্রিকেটটা খেলতে পারি এবং ৪০ ওভারে নিজেদের পরিকল্পনা বায়স্তবায়ন করতে পারি, তাহলে যে কোনও দলকেই...