ক্ষমতা হারানোর মাত্র এক মাসের মধ্যেই নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি নিজেকে প্রকাশ্যে তুলে ধরেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাবো না। সংবাদ সংস্থা এএনআই এই তথ্য প্রকাশ করেছে। কাঠমুণ্ডুর স্থানীয় সংবাদমাধ্যম কাঠমুণ্ডু পোস্ট জানায়, শনিবার (২৭ সেপ্টেম্বর) নিজের রাজনৈতিক দলের যুব সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অলি তার দলের নেতাকর্মীদের উদ্দেশে প্রশ্ন তোলেন, ‘আপনারা কি ভাবেন আমরা এই ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করব?’ এরপর তিনি দৃঢ় কণ্ঠে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে বলেন, ‘আমরাই এই দেশকে গড়ে তুলব। আমরা দেশের সংবিধানকে মূল ধারায় ফিরিয়ে আনব। আমরা দেশকে শান্তি ও সুশাসনের পথে নিয়ে যাব।’ সেনাবাহিনীর সহায়তায় দীর্ঘদিন আড়ালে থাকা অলি এবার প্রকাশ্যে এসে অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর...