এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত আর পাকিস্তান। দুই দলের লড়াইয়ের মাঝেও আছে আরেকটি লড়াই-শাহিন শাহ আফ্রিদি বনাম অভিষেক শর্মা। ম্যাচটির অন্যতম আকর্ষণীয় দিক হয়ে উঠেছে দুই সমবয়সী তারকার দ্বৈরথ। দুজনেরই বয়স ২৫ বছর। যদিও অভিজ্ঞতায় শাহিন আফ্রিদি এগিয়ে, কিন্তু ফর্মের বিচারে এখন এগিয়ে রাখতে হচ্ছে অভিষেককে। ভারতের ইনফর্ম ওপেনার অভিষেক এবারের আসরে রীতিমতো আগুন ঝরাচ্ছেন। পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা তিন হাফসেঞ্চুরি করে প্রতিপক্ষকে শুরুতেই চাপে ফেলে দিয়েছেন তিনি। শুধু তা-ই নয়, এর আগের তিন ম্যাচেও তিনি ত্রিশের ঘরে রান করে নিজের ধারাবাহিকতা প্রমাণ করেছেন। আগের 'হিট অ্যান্ড মিস' ধাঁচ থেকে বেরিয়ে অভিষেক এখন দলে ভারসাম্য এনে দিচ্ছেন পাওয়ারপ্লেতেই। অন্যদিকে, পাকিস্তানের গতিতারকা শাহিন আফ্রিদি যদিও অভিজ্ঞতায় এগিয়ে, তবে এবারের আসরে ভারতের বিপক্ষে নিজের সেরা রূপ দেখাতে পারেননি। দুই ম্যাচে...