ইমা এলিস, নিউ ইয়র্ক:প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বলেছেন, প্রবাসী আয়ে পাঠানো রেমিট্যান্সই জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়েছে। “আমাদের অর্থনীতি একেবারে তলানিতে নেমে গিয়েছিল। আপনাদের রেমিট্যান্সই সেটিকে বাঁচিয়েছে। আপনাদের পাঠানো অর্থই আমাদের অর্থনীতিকে শক্তিশালী করার পেছনে কাজ করেছে,” তিনি আজ এখানে এক অনুষ্ঠানে বলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের ম্যারিয়ট মারকুইস (১৫৩৫ ব্রডওয়ে)-এ আয়োজিত “এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিস” শীর্ষক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। অধ্যাপক ইউনূস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্যক্তিগতভাবে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনা অপরিসীম। “আমাদের পর্যাপ্ত তরুণ মানবসম্পদ রয়েছে,” উল্লেখ করে বিদেশি কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তরের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশকে...