আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগমের (টিভিকে) জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এতে আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় হতাহতের এ ঘটনা ঘটে। তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুভ্রামানিয়ান বলেন, নিহতদের মধ্যে ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও ৬টি শিশু রয়েছে। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর বরাত দিয়ে জানানো হয়েছে, বিজয় থালাপতির রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর সমর্থকরা ছয় ঘণ্টারও বেশি সময় ধরে জনসভাস্থলে অপেক্ষা করছিলেন। নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে পৌঁছালে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এসময় পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। কারুর জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিডসন দেবাসিরভাথাম জানান, আহতদের কারুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা...