হলিউড তারকা সেলেনা গোমেজের জীবনে শুরু হলো নতুন অধ্যায়। জনপ্রিয় গায়ক ও সংগীত প্রযোজক বেনি ব্লাঙ্কোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। গতকাল শনিবার নিজের ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করে এ খবর জানান এই গায়িকা-অভিনেত্রী। ছবিতে দেখা যায়, সবুজ লনে স্বামীকে আলিঙ্গন ও চুম্বন করছেন এ তারকা। খবর পিপলডটকমের গত শুক্রবার সন্ধ্যায় হোপ র্যাঞ্চ এলাকার একটি প্রাসাদে আয়োজন করা হয়েছিল রিহার্সাল ডিনার। আর মূল অনুষ্ঠানটি হয়েছে সি ক্রেস্ট নার্সারিতে, যেখানে ছিলেন দম্পতির ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের প্রায় ১৭০ জন অতিথি। অতিথিদের জন্য ছিল বাড়তি নিরাপত্তা ও বিশাল সাদা তাঁবুর নিচে খাওয়াদাওয়া ও নাচগানের আয়োজন। ছবির ক্যাপশনে গোমেজ কিছু লেখেননি, তবে তাঁ মন্তব্যে ব্লাঙ্কো লিখেছেন, ‘মাই ওয়াইফ ইন রিয়েল লাইফ।’ বিয়েতে গোমেজ পরেছিলেন সাদা হাল্টারনেক ব্রাইডাল গাউন, ফুলেল এমব্রয়ডারির ছোঁয়ায় তৈরি পোশাকটি...