ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রথমবারের মত অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপে বসেছে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। রোববার বেলা পৌনে ১১টায় নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপ শুরু হয়। আমন্ত্রিতদের মধ্যে ১২ জন আলোচনায় উপস্থিত হয়েছেন। তারা হলেন-সাবেকতত্ত্বাবধায়কসরকারেরউপদেষ্টাররাশেদাকেচৌধুরী,জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়েরঅধ্যাপকআলমাহমুদহাসানউজ্জামান,সাবেকরাষ্ট্রদূতহুমায়ুনকবীর,চট্টগ্রামবিশ্ববিদ্যালয়উপাচার্যঅধ্যাপকমুহাম্মদইয়াহইয়াআখতার,নিরাপত্তাবিশ্লেষকমো.মাহফুজুররহমান,অধ্যাপকআব্দুলওয়াজেদ,বিজিএমইএপরিচালকরশিদআহমেদহোসাইনি,কবিমোহনরায়হান,পুলিশরিফর্মকমিশনেরমোহাম্মদহারুনচৌধুরী,শিক্ষার্থীপ্রতিনিধিজারিফরহমান,অধ্যাপকরোবায়েতফেরদৌস,টিআইবিপরিচালকমোহাম্মদবদিউজ্জামান। নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংলাপে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত রয়েছেন। অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব পক্ষের মতামত নিতে সংলাপের এ আয়োজন। এর অংশ হিসেবে বিকালে শিক্ষাবিদদের সঙ্গে বসবে ইসি। আগামী নির্বাচনে প্রথমবারের মত ‘আইটি সাপোর্ডেট পোস্টাল ভোটিং’ হচ্ছে। সেই সঙ্গে নির্বাচনি আইন বিধি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোটের সার্বিক প্রস্তুতির মত বিষয় থাকবে আলোচনার টেবিলে। রোজার আগে ফেব্রুয়ারির...