জাস্টিন বিবারের সঙ্গে প্রেম ভাঙার পর প্রযোজক বেনি ব্লাঙ্কোকে মন দেন জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী সেলেনা গোমেজ। এক বছর আগে তারা বাগদান সারেন। এবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই তারকা জুটি। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম নিউ ইর্য়ক পোস্ট এ খবর প্রকাশ করেছে। এ প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সেলেনা গোমেজ-বেনি ব্ল্যাঙ্কো। বিয়ের অনুষ্ঠান ছিল ঘনিষ্ঠজনদের নিয়ে। তবে তা ছিল তারকাখচিত।আরো পড়ুন:তৃতীয় সন্তানের মা হলেন রিয়ান্নাঘুম থেকে অনন্ত ঘুমে অস্কারজয়ী রবার্ট রেডফোর্ড তাছাড়া সেলেনা তার ইনস্টাগ্রামে একাধিক হৃদয়ছোঁয়া ছবি ও ভিডিও শেয়ার করে তাদের বিয়ের খবর প্রকাশ করেন। এসব ছবির ক্যাপশনে তিনি লেখেন, “৯.২৭.২৫।” তারপর থেকে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই নবদম্পতি। শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, সেলেনা গোমেজ তার স্বামীর কালো বো-টাই...