চাঁদপুরের ফরিদগঞ্জে সুদের টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে শাহনাজ বেগম পাখি (৩৮) নামে এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাছিমা বেগমকে (৪২) নামে স্থানীয় এক নারীসহ অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনকে আসামি করে ফরিদগঞ্জ থানায় হত্যাচেষ্টা মামলা করেছেন গৃহবধূর মা হাজেরা। এর আগে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত নাছিমা বেগমকে (৪২) ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনার শিকার শাহনাজ বেগম পাখি বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। আগুনে পুড়ে যাওয়া পাখির স্বামী আমিন খান বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আমি বাড়ির পাশে দোকানে বসে ছিলাম। ওই...