চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী বুধবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৩তম প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিক্ষার্থীরা। তবে, বড় ছাত্র-সংগঠনগুলোর শীর্ষ নেতারা প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানা গেছে। চাকসু নির্বাচনে ছাত্রদল ছাড়া অন্য কোনো ছাত্রসংগঠন দলীয় ব্যানারে অংশ নিচ্ছে না। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীকে নিয়ে অন্য ছাত্র-সংগঠনগুলো প্যানেল ঘোষণা করেছে। তবে বাম ছাত্র-সংগঠনের শীর্ষ নেতৃত্ব প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও বড় সংগঠনগুলোর শীর্ষ নেতারা কোনো পদে লড়ছেন না। এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি আলাউদ্দিন মহসীন জাগো নিউজকে বলেন, আমরা সবসময়ই দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানাই। দল যাকে যোগ্য ও জনপ্রিয় মনে করেছে তাকেই মনোনীত করেছে। অনেক সিনিয়র নেতার ছাত্রত্ব থাকার পরেও দলীয় সিদ্ধান্তে প্রার্থী হতে পারেননি। দল যাকে যোগ্য মনে করেছে তাকেই প্রার্থী করা হয়েছে। ইসলামী ছাত্রশিবিরের...