এশিয়া কাপ ২০২৫ ফাইনালে ফের মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। আসরে এ নিয়ে তৃতীয়বার লড়াইয়ে নামছে তারা।আগের দুইবারই নানা বিতর্ক তৈরি হয়েছে দুই দলকে ঘিরেই। বিশেষ করে ‘নো হ্যান্ডশেক’ বিতর্ক। দুই দলের অধিনায়ক ও খেলোয়াড়দের হাত না মেলানোর এই ঘটনায় তোলপাড় ক্রিকেটবিশ্ব। এবার ফাইনালের আগেই সেই বিতর্ক তৈরি হলো। সাধারণত ফাইনালের আগে দুই দলের অধিনায়ক আসরের ট্রফি নিয়ে ফটোশুট করেন। সেটি এবার বাতিল হয়েছে। কারণ হিসেবে জানা যাচ্ছে, ভারতীয় অধিনায়ক সূর্যকুমার ‘হ্যান্ডশেক’ বিতর্ক এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে পাকিস্তানের অধিনায়ক সালমান আগার প্রতিক্রিয়া, ‘এটা পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত, আসতে চাইলে আসবে, না চাইলে নয়। আমি এতে কিছু করতে পারি না। ’ ভারতের বিপক্ষে নামার আগে প্রত্যাশা স্পষ্ট করেছেন পাকিস্তান অধিনায়ক। ইতোমধ্যে এই আসরে দুইবার পাকিস্তানকে হারিয়েছে ভারত—প্রথমে গ্রুপ পর্বে,...