নেত্রকোণার কেন্দুয়ায় বিরান্দরি বিল থেকে গলিত ও অজ্ঞাত একটি মরদেহ উদ্ধার করেছে কেন্দুয়া থানা পুলিশ।পরিবারের দাবি শামীমের মরদেহই এটি। শনিবার সন্ধ্যা ৬ টার দিকে গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের বিরান্দরি বিল থেকে এ মরদেহ/কঙ্কাল উদ্ধার করা হয়। স্থানীয় ও পরিবারের ধারণা নিখোঁজ যুবদল নেতা রফিকুল ইসলাম শামীমের মৃতদেহ এটি। তবে পুলিশ এখনো তা শনাক্ত করতে পারেনি। এর আগে নিখোঁজের বড়ো ভাই সাইফুল ইসলাম (৪০) বাদী হয়ে ২০ জনের নামোল্লেখ করতঃ অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করে কোর্টে অভিযোগ দায়ের করলে বিজ্ঞ আদালতের আদেশে ৩৬৪/৫০০/৫০৬(২)/৩৪ ধারায় গত ২৫ জুলাই থানায় মামলা রজু হয়। এরও আগে গত ৩জুলাই কেন্দুয়া থানায় এ বিষয়ে একটি জিডিও করেন তিনি। তাছাড়া গত ৫জুলাই আনুমানিক রাত ৮টা ২০ মিনিটের দিকে গন্ডা ইউনিয়নের গৈচাশিয়া ও মনকান্দা গ্রামের শামুকজানী নদীর...