রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশের ইইউ বা ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর ওপর হামলার কোনও ইচ্ছা নেই। তবে মস্কোর দিকে পরিচালিত যেকোনও ‘আগ্রাসনের বিরুদ্ধে সিদ্ধান্তমূলক জবাব’ দেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি। শনিবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া এক বিস্তৃত ভাষণে ল্যাভরভ বলেন, পশ্চিমা দেশগুলোর তরফ থেকে রাশিয়ার বিরুদ্ধে হুমকি ক্রমশ সাধারণ হয়ে উঠছে। ল্যাভরভ ইসরায়েলকেও লক্ষ্য করেন। বলেন, রাশিয়া যদিও ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলাকে নিন্দা করেছে, তবে গাজায় ফিলিস্তিনিদের ‘নৃশংস হত্যাকাণ্ড’ কিংবা পশ্চিম তীর দখলের পরিকল্পনার কোনও যৌক্তিকতা নেই। ল্যাভরভ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ইসরায়েলি আগ্রাসনেরও সমালোচনা করেন, যা এই অঞ্চলে বিস্ফোরণ ঘটাতে পারে বলে সতর্ক করেছেন তিনি। তার অভিযোগ, হামাস নির্মূলের মিশনকে অজুহাত বানিয়ে ইসরায়েল কাতারসহ অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশে বিমান হামলা চালাচ্ছে। ইরান প্রসঙ্গে ল্যাভরভ পশ্চিমা...