২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ এএম মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ গাজায় ইসরায়েলের চলা আগ্রাসনের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, গাজার জনগণের ওপর ইসরায়েলের নিষ্ঠুরতা বিশ্ব কখনো ভুলবে না এবং তাদের নির্মমতা বিশ্ব ইতিহাসে খোদাই করা থাকবে। এই মন্তব্য তিনি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা-কে দেওয়া সাক্ষাতকারে করেন। মাহাথির মোহাম্মদ গাজার বর্তমান পরিস্থিতিকে ভয়াবহ আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ইসরায়েল গর্ভবতী নারী, সদ্যোজাত শিশু, তরুণ-তরুণী, পুরুষ ও নারী, অসুস্থ ও গরিবদের লক্ষ্য করে হত্যা চালাচ্ছে। তিনি এটিকে গণহত্যামূলক ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন। তার বক্তব্যে উঠে এসেছে, এই নৃশংসতা ইতিহাস কখনো ভুলবে না এবং শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এ ঘটনাকে মনে রাখবে। সাবেক প্রধানমন্ত্রী বলেন, যারা নিজেরাই নাৎসি বাহিনীর হাতে গণহত্যার শিকার হয়েছেন, তারা কীভাবে...