২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ এএম অদম্য শক্তি, তারার ভিড় আর প্রাণচাঞ্চল্যে আয়োজিত হলো শাওমি বাংলাদেশের রেডমি ১৫ পাওয়ার নাইট। এই বিশেষ আয়োজনে একত্র হয়েছিলেন দেশের জনপ্রিয় তারকা, কনটেন্ট ক্রিয়েটর, প্রযুক্তিপ্রেমী শাওমি ফ্যানরা। পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছিল নতুন রেডমি ১৫-এর মূল ফিচার তুলে ধরতে, যেখানে আছে অফুরন্ত ব্যাটারি আর শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসরের একটি আকর্ষণীয় সংমিশ্রণ। অনুষ্ঠানটি দেশের শীর্ষস্থানীয় কন্টেন্ট নির্মাতাদের মিলনমেলায় পরিণত হয়। জনপ্রিয় উপস্থাপক রাফসান শাবাব এর উপস্থাপনায় অনুষ্ঠানটি গানে গানে মাতিয়ে তোলেন প্রীতম হাসান ও জেফার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা সালমান মুক্তাদির, তাসরিফ খান, মাশা, পারশা, সারিকা সাবা, স্যাম জোন, এবং তুষার, ওয়াহিদ, সোহাগ মিয়াসহ জনপ্রিয় কন্টেন্ট নির্মাতারা। গান শোনা ও আড্ডার ফাঁকে ফাঁকে অনুষ্ঠানে আয়োজিত বিভিন্ন পর্বে অংশ নিয়ে...