বিশ্ব পর্যটন দিবসে বান্দরবান জেলা প্রশাসনের একটি পরিচ্ছন্নতা অভিযান নিয়ে সমালোচনা ঝড় বয়ে গেছে। অভিযানের আগে জেলা প্রশাসনের কিছু কর্মকর্তাই ময়লা ফেলেছেন এবং পরে সেটি পরিষ্কার করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পর সমালোচনা শুরু হয়। জেলা প্রশাসক শামীম আরা রিনি এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন।শামীম আরা রিনি ভাইরাল ভিডিও প্রসঙ্গে বলেন, আমার অজান্তেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে জেলা প্রশাসনের একটি উদ্যোগ সমালোচিত হলো। এ বিষয়ে আমার কোনো পূর্বজ্ঞান ছিল না; আমি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখেছি।ভিডিও দেখে তিনি স্টাফদের থেকে তথ্য সংগ্রহ করেন। স্টাফরা ডিসিকে জানান, যেহেতু পর্যটন কেন্দ্রে ময়লা ছিল না, তাই কিছু প্লাস্টিকের বোতল ও পলিথিন ফেলে দেওয়া হয়েছিল, যা পরিচ্ছন্নতা অভিযানের সময় স্বেচ্ছাসেবীরা তুলে নেবেন। তবে কে বা কারা এই কাজটি করতে বলেছেন, তা তারা...