শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় রবিন হোসেন (২৯) নামের এক ডিস ব্যবসায়ীকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন (২৪)-এর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী যুবক আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।রবিবার সকালে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।এর আগে, ২৪ সেপ্টেম্বর রাতে আশুলিয়া থানায় লিখিত অভিযোগটি দায়ের করা হয়। ভুক্তভোগী রবিন হোসেন আশুলিয়ার রূপায়ণ মাঠ বটতলা এলাকার মৃত সাদেক মিয়ার ছেলে। তিনি এলাকায় ডিস ব্যবসা করেন।অভিযুক্ত ইয়ার হোসেন আশুলিয়ার জামগড়া রূপায়ণ বটতলা এলাকার ইমারত হোসেনের ছেলে। সে এলাকায় মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।অভিযোগ থেকে জানা যায়, কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। কিশোর গ্যাংয়ের সদস্যদের দিয়ে এমন কোনো অপরাধমূলক কাজ নেই যা সে করে না।...