কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার ঘটনায় এশিয়া কাপে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাচ্ছে না ভারতীয় ক্রিকেটাররা। আজ রবিবার দুবাইয়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ফাইনাল, যেখানে মুখোমুখি ভারত-পাকিস্তান। এই গুরুত্বপূর্ণ ম্যাচের পর শিরোপা বিতরণের দায়িত্বে থাকছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। ভারতীয়রা এক্ষেত্রে কী করবেন? পাকিস্তানের মন্ত্রী নাকভি একইসঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। এসিসি প্রধান হিসেবে তিনিই শিরোপা প্রদান এবং উভয় দলের সঙ্গে করমর্দন করবেন- এটাই রীতি। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পাকিস্তানের সঙ্গে ‘নো হ্যান্ডশেক’ নীতি অনুসরণ করছে। ফলে ভারতের খেলোয়াড়রা নাকভির সঙ্গে হাত মেলাবে কিনা, সেটা এখনও স্পষ্ট নয়। সোশ্যাল মিডিয়ায় নাকভি সম্প্রতি এক বিতর্কিত পোস্ট...