শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর কারুর শহরে অভিনেতা-রাজনীতিবিদ থালাপতি বিজয়ের তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) দলের জনসভায় হাজারও মানুষের সমাগম ঘটে। একপর্যায়ে সেখানে বিশৃঙ্খলা শুরু হয় এবং পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। মর্মান্তিক এ ঘটনা নিয়ে মুখ খুলেছেন বিজয়। এদিন রাতে সামাজিকমাধ্যম এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে এই অভিনেতা-রাজনীতিবিদ বলেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে। আমি অসহনীয়, অবর্ণনীয় যন্ত্রণা ও শোকে কাতর। কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, নিহত ব্যক্তিদের মধ্যে ১৭ জন নারী ও ৯টি শিশু রয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অনেকে। জনসভায় একটি বাসের ছাদে উঠে ভাষণ দিচ্ছিলেন বিজয়। তবে অতিরিক্ত ভিড়ের কারণে সমাবেশস্থলে বিশৃঙ্খলা শুরু হয়। কয়েকজন...