ঢাকা: নেপালে সাম্প্রতিক অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি। ক্ষমতা গ্রহণের পর তিনি ঘোষণা দিয়েছেন, আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। এই প্রেক্ষাপটে, সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে জেনারেশন জেড-এর তরুণদের নেতৃত্বদানকারী সুদান গুরুং সাধারণ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ বিষয়টি নিশ্চিত করা হয়। খবর আল জাজিরার।সুদান গুরুং বলেন, যারা ক্ষমতার অপব্যবহার করেছেন, তাদের যেন যথাসময়ে বিচারের মুখোমুখি করা হয় এবং তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন—এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।স্টার্ট হেয়ারের সান্ড্রা গাথম্যানকে দেয়া এক সাক্ষাৎকারে গুরুং জানান, তিনি ও তার সমর্থকেরা একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের পরিবর্তে ‘পরিবর্তনের আন্দোলন’ গঠনে কাজ করছেন। জনগণের সরকার প্রতিষ্ঠায় তিনি “শেষ পর্যন্ত...