২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭ এএম বগুড়ার শাজাহানপুর উপজেলায় গ্রাম আদালত সাধারণ মানুষের সহজ, সাশ্রয়ী ও দ্রুত ন্যায়বিচারের কার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সমাজে ঘটে যাওয়া জমিজমা, দেনাপাওনা ও পারিবারিক-বৈবাহিক নানা বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তি হওয়ায় উপজেলাবাসি সুফল পাচ্ছেন। গত এক বছরে আশেকপুর ইউনিয়নে ৮৫টি অভিযোগ দায়ের হয়, এর মধ্যে ৮১টি মামলার নিষ্পত্তি হয়েছে গ্রাম আদালতের মাধ্যমেই। বাকি ৪টি মামলা এখনো চলমান। অভিযোগ নিষ্পত্তির এই সংখ্যা বগুড়া জেলার ১০৯টি ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ। সম্প্রতি অনুষ্ঠিত জেলা পর্যায়ের গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য উঠে আসে। শুধু আশেকপুর নয়, শাজাহানপুর উপজেলার অন্য ইউনিয়নগুলোতেও গ্রাম আদালতের প্রতি মানুষের আস্থা বাড়ছে। গত আগস্ট মাসে উপজেলায় মোট ৯৪টি অভিযোগ দায়ের হয়। এর মধ্যে গোহাইল ইউনিয়নে ১৬টি, খোট্টাপাড়া ১৫টি,...