ক্লান্তিতে বা ভ্রমণে আমরা অনেক সময় বাইরে থেকে বোতলজাত পানি কিনে খাই। তবে বোতলজাত পানি কেনার সময় কখনো ঢাকনার রঙের দিকে লক্ষ করেছেন? কী ভাবছেন, এটি আবার খেয়াল করার কী বিষয়? বোতলের ঢাকনার রঙই বলে দেবে কোনো বোতলের পানিটি আপনার জন্য স্বাস্থ্যকর।যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন,পানির বোতলের ঢাকনার সাধারণত লাল, নীল, সবুজ রঙের হয়ে থাকে। ঢাকানার এ প্রতিটি রং বিভিন্ন অর্থ প্রকাশ করে। এ ব্যাপারটি মাথায় এসেছে অনেকবার। কিন্তু উত্তর খুঁজে পাননি।প্রতিবেদনে, ডা. অনিকেত মুলে, থানের KIMS হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগের পরামর্শদাতা জানান,অনেক সময় বোতলের ঢাকনার রঙ পানির ধরন নির্দেশ করে। অনেকেই ভাবেন এটি শুধুই ব্র্যান্ডিংয়ের অংশ। তবে প্রস্তুতকারকরা প্রায়ই রঙের মাধ্যমে পানির বিভিন্ন ধরনের আলাদা করে থাকে। যেমন: অ্যালকালাইন, মিনারেল বা ফ্লেভার্ড পানি।তবে চলুন জেনে নেওয়া যাক পানির...