ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ মাহির এই আবেদনের সমালোচনা করছেন, আবার কেউ এটাকে আধুনিক ক্রাউডফান্ডিং বা অনুদান সংগ্রহের নতুন ট্রেন্ড হিসেবে দেখছেন। এক নেটিজেন কমেন্ট করেছেন, “এই ধরনের ভিডিও দেখেই যারা ফোন স্ক্রল করে, তারাই আসলে তাকে ১-২ টাকা পাঠাবে।” অন্য কেউ লিখেছেন, “এখন হয়তো মন্টে কার্লোতে ফ্ল্যাট কেনার জন্য আবেদন করবে!” আবার কেউ বলছেন, “বড়লোকরা ইউটিউবে সুপারচ্যাট চাইতে চাইতে ধনী হচ্ছে, গরিব মানুষ চাইলে সবাই সমস্যা করে।” তবে অনেকের অবাক হওয়ার বিষয়, এদের এত ফলোয়ার কিভাবে...