নতুন টেলিযোগাযোগ নেটওয়ার্ক লাইসেন্সিং পলিসিতে এমভিএনও লঞ্চিং এর সব বাধা দূর করেছে জানিয়ে ফাইজ তাইয়েব আহমেদ বলেন, বিটিসিএল জীপন ও আইএসপি সংযোগের এর মাধ্যমে নিশ্চিত করা হবে আনলিমিটেড ডেটা। আর অপশনাল ওটিটি বঙ্গ, চরকি, হইচই এর মাধ্যমে আসবে আনলিমিটেড এন্টারটেইনমেন্ট। পরবর্তীতে এখানে নেটফ্লিক্স কিংবা অ্যামাজন প্রাইম যুক্ত করা যেতে পারে। এর মাধ্যমে ওটিটিগুলোর পাইরেসি সমস্যা এড্রেস করা হবে। মাত্র ৫০০ টাকা কিস্তিতে মাত্র এক বছরের প্যাকেজে স্মার্টফোন হ্যান্ডসেট থাকবে জানিয়ে তিনি বলেন, শুরুতে থাকবে সামান্য কিছু ডেপোজিট। এর মাধ্যমে সমাধান করা হবে চলমান এক্সেস টু ডিভাইস প্রবলেম। এককালীন অর্থ পরিশোধের চাপে প্রান্তিক পর্যায়ের নিম্নবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত নাগরিকরা স্মার্টফোন কিনতে পারছে না। সেজন্য ডিভাইস এক্সারসিবিলিটি সহজ করার জন্য কাজ করছি। একাধিক কোম্পানি দ্রুত কিস্তিতে ফোন বিক্রি শুরু করবে জানিয়ে তিনি...