শপথ নেন আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নর্বনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা শপথ নিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর ১৩-সদস্যের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি। গত ২৬ সেপ্টেম্বর আইইউটি অডিটোরিয়ামে আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউটি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম। শপথ গ্রহণ শেষে বিদায়ী কমিটির আন্তরিক প্রচেষ্টা ও কার্যক্রমের প্রশংসা করে ধন্যবাদ জানান অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আজিমউদ্দিন খান। তিনি বলেন, “আমরা একটি কমিউনিটি হিসেবে একে অপরের জন্য কাজ করতে ও সেবা দিতে আগ্রহী। পূর্বসূরীদের মতো নর্বনির্বাচিত কমিটি অ্যাসোসিয়শেনকে আরো সুসংগঠিত ও কাঠামোবদ্ধ করে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।” অনুষ্ঠানে আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিনহাজ ফাহমি জানান, শিক্ষার্থী এবং অ্যালামনাইদের এক দশকেরও বেশি সময়ের বিশ্বাস ও আস্থা তাকে...