২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পিএম তাপ নিঃসরণ, নেটওয়ার্ক স্থিতিশীলতা ও ব্যাটারির দীর্ঘস্থায়ী ডিউরেবিলিটিতে শীর্ষ পারফরম্যান্সের জন্য আসন্ন অপো এ৬ প্রো স্মার্টফোনটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর স্বীকৃতি পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে অপো বাংলাদেশ। বুয়েটের পরীক্ষায় দেখা গেছে, এ৬ প্রো ডিভাইসের কুলিং সিস্টেম পূর্বসূরির তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত। এতে রয়েছে ৪,৩০০ বর্গমিলিমিটার ভিসি ভেপর চেম্বার ও এক্সপান্ডেড গ্রাফাইট লেয়ার, যা তাপ নিঃসরণের এলাকা ২০ শতাংশের বেশি বাড়িয়েছে। ফলে ভারী ব্যবহারের পরও ডিভাইসের তাপমাত্রা মাত্র ১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। এতে গেমিং, স্ট্রিমিং ও মাল্টিটাস্কিং আরও মসৃণ হবে। নেটওয়ার্ক অ্যাডাপ্টেবিলিটির ক্ষেত্রেও অপো এ৬ প্রো সফল। ভিড়যুক্ত এলাকা, দুর্বল সিগনাল বা দ্রুতগতির ট্রেনের মতো চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও এটি স্থিতিশীল সংযোগ বজায় রাখতে সক্ষম। ব্যাটারি সেগমেন্টে ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে...