চাঁদপুরের ফরিদগঞ্জে সুদের টাকা লেনদেন নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে শাহনাজ বেগম পাখি (৩৮) নামে গৃহবধুকে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত সুদী কারবারি নাছিমা বেগমকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় এই ঘটনায় গৃহবধুর মা হাজেরা বেগম নাছিমাসহ অজ্ঞাতনামা ২ থেকে ৩জনকে আসামী করে ফরিদগঞ্জ থানায় মামলা করেছে। সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম। বিকেলে সরেজমিন ঘটনাস্থল উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক খান বাড়িতে গিয়ে কথা হয় স্থানীয় জনপ্রতিনিধি, বাড়ির লোকজন ও স্বজনদের সাথে। আগুনে পুড়ে যাওয়া পাখির স্বামী আমিন খান বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টায় দিকে আমি বাড়ির পাশে দোকানে বসা ছিলাম। ওই সময় আমার ভগিনা শাকিল জানায় তার মামির গায়ে আগুন লেগেছে। তাৎক্ষনিক আমি বাড়িতে...