ঢাকা: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভারতের পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নিউইয়র্কের স্থানীয় সময় রোববার (২৭ সেপ্টেম্বর) দেয়া ওই বক্তব্যে তিনি পাকিস্তানের তীব্র সমালোচনা করেন।পাকিস্তানের প্রতি ইঙ্গিত করে জয়শঙ্কর বলেন, “বড় ধরনের আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মূল একটি দেশেই রয়েছে। যখন কোনো দেশ সন্ত্রাসবাদকে তার রাষ্ট্রীয় নীতির অংশ বানিয়ে ফেলে, সন্ত্রাসের ঘাঁটি হিসেবে সক্রিয়ভাবে কাজ করে এবং সন্ত্রাসকে গৌরবের বিষয় হিসেবে উপস্থাপন করে—তখন এ ধরনের কর্মকাণ্ডকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানানো উচিত।”পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ হিসেবে অভিহিত করে ভারতীয় মন্ত্রী অভিযোগ করেন, গত কয়েক দশক ধরে ভারতে যেসব সন্ত্রাসী হামলা হয়েছে সেগুলোর জন্য পাকিস্তান দায়ী।তিনি বলেন, “ভারত স্বাধীনতা থেকে সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবিলা করছে।”পাকিস্তানে চালানো অপারেশন সিঁদুর নিয়ে জয়শঙ্কর বলেন, “ভারত তার জনগণকে রক্ষায় তার আত্মরক্ষাকে ব্যবহার করেছে। এছাড়া যারা সন্ত্রাসী হামলা...